তিন পেস আক্রমণে মাঠে মাশরাফিরা

তিন পেস আক্রমণে মাঠে মাশরাফিরা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মিরপুরে তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছেন টাইগাররা। আজ পেস আক্রমণে মাশরাফি ও মোস্তাফিজুর এর পর তৃতীয় পেসার হিসেবে দেখা যেতে পারে রুবেল হোসেনকে।

চট্টগ্রাম টেস্টে প্রেস আক্রমণে কাটার মাস্টার মোস্তাফিজকে দেখা গেলেও ঢাকা টেস্ট ছিল পেসার শুন্য। তবে ওয়ানডেতে নতুন পরিকল্পনা করেছেন নির্বাচকরা।

প্রথম ওয়ানডেতে পেসারদের ওপরে আস্থা রাখতে চান মাশরাফি।

তিনি বলেন, ‘২০১৫ থেকে আমরা একটা ছন্দে আছি, আর বেশিরভাগ ওয়ানডে তিন পেসার নিয়ে খেলেছি। কখনও কখনও তো চারজন পেসারও খেলেছে।

তিনি আরও যোগ করেন, ফ্ল্যাট উইকেটেও তিন পেসার নিয়ে আমরা ভালো করেছি।

তাই মাশরাফির এমন আত্মবিশ্বাসে প্রথম ওয়ানডেতে তিনজন পেসারের দলে থাকা প্রায় নিশ্চিত বলা যায়। ওয়ানডে বা টি-টুয়েন্টি ফরমেটে বেশি স্পিন নির্ভরতা বিপজ্জনক বলে মন্তব্য করেন মাশরাফি।

 

NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর