রংপুরে ভোটযুদ্ধে ৪৪ জন

রংপুরে ভোটযুদ্ধে ৪৪ জন

রংপুরে ভোটযুদ্ধে ৪৪ জন

রংপুর প্রতিনিধি

আসন্ন সংসদ নির্বাচনে দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন- রংপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মোছা. মওদুদা আক্তার ও রংপুর-২ আসনে জাতীয় পার্টির জিয়াউদ্দিন বাবু। এছাড়া আওয়ামী লীগ থেকে স্পীকার শিরীন শারমিন চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। ফলে ওই আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিবার্চন করছেন না।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রংপুরের ৬টি আসনে ৬১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিল। জেলা রিটার্নিং কর্মকর্তা ১৫ জনের মনোনয়নপত্র বাতিল করেন। এর মধ্যে তিনজন ইসিতে আপিল করে প্রার্থী বৈধতা ফিরে পান।

তারা হলেন- রংপুর -১ গঙ্গাচড়া আসনের স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু একই আসনে স্বতন্ত্র প্রার্থী সিএম সাদিক ও মিঠাপুকুর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াত নেতা গোলাম রব্বানী।

রংপুরে এখন নির্বাচনি মাঠে রয়েছেন ৪৪ জন।

রিটার্নিং অফিসার জেলা প্রশাসক এনামুল হাবীব বলেন, প্রত্যাহারের শেষ দিনে দুই প্রার্থী তাদের মনোনয়ন পত্যাহার করেছেন। রংপুর-৬ (পীরগঞ্জ) থেকে আওয়ামী লীগ শিরীন শারমিন চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর