‘হামাসের কাছে ইসরাইলের পরাজয় বড়ই লজ্জার’

ক্ষেপণাস্ত্র

‘হামাসের কাছে ইসরাইলের পরাজয় বড়ই লজ্জার’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে সংঘর্ষে ইসরাইলের পরাজয় যে লজ্জা বয়ে এনেছে তা কোনোদিন ভোলা যাবে না বলে স্বীকার করেছেন ইসরাইলের পদত্যাগকারী যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান।

রোববার গাজায় হামাসের মোকাবিলায় ওই পরাজয়কে তেলআবিবের জন্য কলঙ্কজনক বলে অভিহিত করেন।

গতমাসে গাজা উপত্যকায় গুপ্ত হামলা চালাতে গিয়ে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে প্রতিরোধের শিকার হয় ইসরাইলের বিশেষ বাহিনী।

আর এ ব্যর্থতা মাথায় নিয়ে হামাসের সঙ্গে তেল আবিব যুদ্ধবিরতি করতে বাধ্য হয়।

পরে পদত্যাগ করেন যুদ্ধমন্ত্রী লিবারম্যান।

লিবারম্যান বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু লেবানন সীমান্তে ‘নর্থ শিল্ড’ নামের যে অভিযান চালাচ্ছেন তার পরিবর্তে ইসরাইলি বাহিনীর উচিত ছিল গাজা উপত্যকায় হামাসের কর্মকাণ্ডের জবাব দেওয়া।

ইসরাইল গত ৪ ডিসেম্বর দাবি করে, তারা লেবানন সীমান্তে হিজবুল্লাহর তৈরি অনেকগুলো ভূগর্ভস্থ টানেলের সন্ধান পেয়েছে। এরপর তেল আবিব ওইসব টানেল ধ্বংসের জন্য কথিত ‘নর্থ শিল্ড’ অভিযান শুরু করে।

তবে ইসরাইলের বিরোধীদলীয় নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি বলেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাজনৈতিক উদ্দেশ্যে লেবানন সীমান্তে টানেল আবিষ্কারের বিষয়টিকে অতিরঞ্জিত করে তুলে ধরছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর