বগুড়ায় প্রতীক পেলেন ৪২ প্রার্থী

বিএনপির প্রতীক বরাদ্দ স্থগিত

বগুড়ায় প্রতীক পেলেন ৪২ প্রার্থী

বগুড়া প্রতিনিধি

উচ্চ আদালতের আদেশে দুজন প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতা আসায় বগুড়ার দুটি আসনে বিএনপি প্রার্থীদের প্রতীক বরাদ্দ স্থগিত রেখেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। জেলার বাকি ৪২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার সকাল থেকেই বগুড়ার সংসদীয় আসনগুলোর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু করেন রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহাম্মদ। রোববার উচ্চ আদালতের এক আদেশে বগুড়া-৩ আসনের বিএনপি প্রার্থী আবদুল মোহিত তালুকদার ও বগুড়া-৭ আসনের বিএনপি প্রার্থী সরকার বাদল প্রার্থীতা ফিরে পান।

তবে আগে থেকেই এই দুই আসনে যথাক্রমে মাছুদা মোমিন ও মোরশেদ মিল্টন বৈধ প্রার্থী হিসেবে ছিলেন। ওই চারজনের মধ্যে কোন দুজন দলীয় চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন তা নিশ্চিত না হওয়ায় বগুড়া-৩ ও বগুড়া-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর প্রতীক বরাদ্দ স্থগিত রেখে বাকিদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

বিকেল তিনটার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা গণমাধ্যম কর্মিদের জানান, যেহেতু মাছুদা মোমিন ও মোরশেদ মিল্টনকে আগেই বিএনপির বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, পরে আদালত ওই দুই আসনে বিএনপির আরো দুজন প্রার্থীর প্রার্থীতা বৈধ ঘোষণা করেছেন, এ কারণে চূড়ান্তভাবে কারা বিএনপির দলীয় প্রতীক পাবেন সেটি নিশ্চিত হয়ে ওই দুই আসনের বিএনপি প্রার্থীর প্রতীক বরাদ্দ করা হবে।

তবে জেলার অন্য ৪২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা।

বগুড়া-১ আসনে আওয়ামী লীগের আবদুল মান্নান নৌকা, বিএনপির কাজী রফিকুল ইসলাম ধানের শীষ, ইসলামী আন্দোলনের মোস্তফা কামাল পাশা হাতপাখা এবং স্বতন্ত্র প্রার্থী তবিবর রহমান মণ্ডল কলার ছড়ি প্রতীক পেয়েছেন। বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ধানের শীষ, জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ লাঙ্গল, ইসলামী আন্দোলনের মুফতি জামাল উদ্দিন জুয়েল হাতপাখা ও মুসলিম লীগের শফিকুল ইসলাম হারিকেন প্রতীক বরাদ্দ পেয়েছেন।

বগুড়া-৩ আসনে জাতীয় পার্টির নূরুল ইসলাম তালুকদারকে লাঙ্গল, ইসলামী আন্দোলনের শাহজাহান আলী তালুকদারকে হাতপাখা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির লিয়াকত আলীকে কোদাল, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের আবদুল কাদের জিলানীকে টেলিভিশন এবং স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলামকে মোটরগাড়ি(কার), আফজাল হোসেনকে আপেল এবং আবদুল মজিদকে ডাব প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

বগুড়া-৪ আসনে বিএনপির মোশাররফ হোসেন ধানের শীষ, মহাজোটের প্রার্থী জাসদের রেজাউল করিম তানসেন নৌকা, ইসলামী আন্দোলনের ইদ্রিস আলী হাতপাখা, তরিকত ফেডারেশনের কাজী এমএ কাশেম ফুলের মালা, ন্যাশনাল পিপলস পার্টির আইয়ুব আলী আম এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের জীবন রহমান টেলিভিশন প্রতীক পেয়েছেন।

বগুড়া-৫ আসনে আওয়ামী লীগের হাবিবর রহমানকে নৌকা, বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজকে ধানের শীষ, জাতীয় পার্টির তাজ মোহাম্মদ শেখকে লাঙ্গল, ইসলামী আন্দোলনের মীর মাহমুদুর রহমানকে হাতপাখা, ইসলামী ঐক্যজোটের নজরুল ইসলামকে মিনার, বাসদের(মার্কসবাদী) রঞ্জন কুমার দে কে কোদাল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সন্তোষ কুমার পালকে কাস্তে এবং স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফ মণ্ডল জনকে মাথাল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বগুড়া-৬ আসনে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধানের শীষ, জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরকে লাঙ্গল, ইসলামী আন্দোলনের আ.ন.ম. মামুনুর রশীদকে হাতপাখা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আমিনুল ফরিদকে কাস্তে, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের জীবন রহমানকে টেলিভিশন, জাকের পার্টির ফয়সাল বিন শফিককে গোলাপ ফুল এবং ন্যাশনাল আওয়ামী পার্টির আমিনুর রহমান টিপুকে কুঁড়েঘর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

বগুড়া-৭ আসনে জাতীয় পার্টির আলতাফ আলী লাঙ্গল, ইসলামী আন্দোলনের শফিকুল ইসলাম হাতপাখা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের শহীদুল ইসলাম মই, ন্যাশনাল পিপলস পার্টির ফজলুল হক আম এবং ন্যাশনাল আওয়ামী পার্টির মোন্তেজার রহমান কুঁড়েঘর প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এদিকে প্রতীক বরাদ্দের পরপরই ব্যস্ততা চোখে পড়ে বগুড়ার ছাপাখানাগুলোতে। নির্ধারিত প্রতীক আগে থেকেই জানা থাকায় ছাপাখানায় সবকিছু প্রস্তুতই রেখেছিলেন প্রার্থীরা। শুধু আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের পর শুরু হয় পোস্টার ও হ্যান্ডবিল ছাপানোর কাজ।

(নিউজ টোয়েন্টিফোর/রউফ/তৌহিদ)

সম্পর্কিত খবর