‘ক্ষমতা হারালে জেলে যাবে ট্রাম্প’

ট্রাম্প-ইভাঙ্কা

‘ক্ষমতা হারালে জেলে যাবে ট্রাম্প’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ক্ষমতা হারানোর পর প্রেসিডেন্ট ট্রাম্পের জেলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য অ্যাডাম শিপ।

তিনি বলেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সময় অবৈধভাবে অর্থ পরিশোধের নির্দেশ দেওয়ার জন্য ট্রাম্পের জেল হওয়ার সম্ভাবনা আছে।

বিরোধী ডেমোক্র্যাটিক দলের এ কংগ্রেসম্যান বলেন, গত সপ্তাহে প্রসিকিউটররা যে ইঙ্গিত দিয়েছেন তা থেকে এমন ধারণাই করা হচ্ছে।

রোববার মার্কিন সিবিএস টেলিভিশন চ্যানেলকে সিনিয়র কংগ্রেসম্যান অ্যাডাম শিপ এসব কথা বলেন।

মার্কিন প্রতিনিধি পরিষদের ইন্টেলিজেন্স কমিটির পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন তিনি।

ট্রাম্পের সমালোচনা করে অ্যাডাম শিপ বলেন, ডোনাল্ড ট্রাম্প যেদিন ক্ষমতা ছাড়বেন সেদিন তার জেলে যাওয়ার বাস্তব সম্ভাবনা রয়েছে। বিচার বিভাগ তাকে জেলে নিতে পারে এবং ট্রাম্প হতে পারেন প্রথম প্রেসিডেন্ট যিনি জেলে যাবেন।

দুই পর্ন তারকার সঙ্গে ট্রাম্পের অবৈধ যৌন সম্পর্ক ছিল -এমন কথা গোপন রাখার জন্য ২০১৬ সালের নির্বাচনের সময় অর্থের বিনিময়ে ওই দুই নারীকে মুখ বন্ধ করার চেষ্টা করেন ট্রাম্প।

ট্রাম্পের হয়ে দুই নারীকে অর্থ পরিশোধ করেছিলেন তারই ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন।

কোহেনকে আগেই বরখাস্ত করেছেন ট্রাম্প।

আরও পড়ুন: নিজের মেয়ে ইভাঙ্কাকে ‌‌‌‌‘ডিনামাইট’ বললেন ট্রাম্প

আরও পড়ুন: ডায়ানাকে 'শয্যাসঙ্গিনী' করতে চেয়েছিলেন ট্রাম্প!

আরও পড়ুন: মুখ খুলবেন সেই পর্নো তারকা, দুঃশ্চিন্তায় ট্রাম্প!

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর