ভিকারুননিসায় প্রথম শ্রেণির ভর্তি স্থগিত

ফাইল ছবি

ভিকারুননিসায় প্রথম শ্রেণির ভর্তি স্থগিত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রভাতি ও দিবা শাখার প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। মঙ্গলবার এক নোটিশে স্কুল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে কলেজ কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে ভিকারুননিসার এক কর্মী জানান, বাংলা ও ইংরেজি মাধ্যমর প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে নির্বাচিত ছাত্রীদের গত ৯ থেকে ১১ ডিসেম্বর ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, ভর্তির নতুন তারিখ পরে জানিয়ে দেয়া হবে। সংশ্লিষ্টরা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, নোটিশ বোর্ড ও ক্ষুদেবার্তায় সে তথ্য যথাসময়ে পেয়ে যাবেন। তবে কবে নাগাদ ভর্তি কার্যক্রম শুরু হবে তা নিশ্চিত করেনি ভিকারুননিসা কর্তৃপক্ষ।

গত ৩ ডিসেম্বর রাজধানীর শান্তিনগরে নিজের বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী।

অভিযোগ আছে, স্কুলে অরিত্রীর সামনে তার বাবা-মাকে অপমান করা হয়েছিল। তাকে টিসি দেয়ার কথাও বলা হয়েছিল।  
স্বজনদের দাবি, বাবা-মার অপমান সইতে না পেরে ঘরে ফিরে আত্মহত্যা করে অরিত্রী।

এ ঘটনাকে কেন্দ্র করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি গোলাম আশরাফ তালুকদার ক্ষমা চেয়েছেন। গ্রেপ্তার করা হয় অভিযোগ আনা শিক্ষককেও।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর