জয়ের লক্ষ্যেই মাঠে নামবে রংপুর

রংপুর রাইডার্স

জয়ের লক্ষ্যেই মাঠে নামবে রংপুর

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর পঞ্চম আসর মাঠে গড়ানো এখন সময়ের ব্যাপারে মাত্র। সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে টি-টোয়েন্টির অন্যতম জনপ্রিয় টুর্নামেন্টের এবারের আয়োজন।

উদ্বোধনী দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস।

এবারের বিপিএলের অন্যতম শক্তিশালী একটি দল রংপুর রাইডার্স।

ক্রিস গেইল-ব্রেন্ডন ম্যাককালাম, জনসন চার্লসের মতো তারকা ব্যাটসম্যান রয়েছেন দলটিতে। তবে প্রথম কয়েকটি ম্যাচে দলের প্রধান তারকা ক্রিস গেইল ও ম্যাককালামকে পাচ্ছে না রংপুর। এই কারণে রবি বোপারা, জনসন চার্লস, থিসারা পেরেরা, অ্যাডাম লিথদের ওপর ভরসা করতে হচ্ছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।

রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসের তুঙ্গে রংপুর রাইডার্স।

এ ব্যাপারে দলটির ব্যাটসম্যান জনসন চার্লস বলেছেন, 'দারুণ প্রস্তুতি হয়েছে আমাদের। জয়ের জন্যই মাঠে নামব আর শেষ পর্যন্ত আমরাই জিতব। ' দলের প্রধান কোচ টম মুডিও একই কথা বলেন।

অসি এই কোচ বলেন, 'দলটা ভালো হয়েছে। সবকিছু ভালোভাবে চলছে। আশা করি, ম্যাচে জয় পাওয়া কষ্টকর হবে না। ' অধিনায়ক মাশরাফির কণ্ঠেও বাজল জয়ের সুরই।
রংপুর রাইডার্স সম্ভাব্য একাদশ: জনসন চার্লস, অ্যাডাম লিথ, শাহরিয়ার নাফীস, রবি বোপারা, ডেভিড উইলি, মোহাম্মদ মিঠুন, সোহাগ গাজী, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, জিয়াউর রহমান ও লাসিথ মালিঙ্গা।

সম্পর্কিত খবর