'মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে ভোট দেয়ার দাবি'

'মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে ভোট দেয়ার দাবি'

যশোর প্রতিনিধি

মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের প্রার্থীদের ভোট দেয়ার দাবিতে যশোরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরের সম্মেলন কক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও মুক্তিযুদ্ধের  স্মৃতি সংরক্ষণ কেন্দ্র এ সভার আয়োজন করে।  

সভায় প্রধান অতিথি ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। সভা থেকে আগামী জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের প্রার্থীদের ভোট দিয়ে রাজাকার মুক্ত সংসদ গঠনে যার যার অবস্থানে থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

শাহরিয়ার কবির বলেন, ২০০১ সালের মত নির্বাচন পরবর্তী সহিংসতা যাতে না ঘটে সে জন্য সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। তিনি প্রতিটি নির্বাচনী এলাকায় স্থানীয় প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানান।  

 

NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর