ফ্রান্সে মার্কেটে বন্দুকধারীর গুলি, নিহত ৩

হামলার পর নিরাপত্তা বাহিনী

ফ্রান্সে মার্কেটে বন্দুকধারীর গুলি, নিহত ৩

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ফ্রান্সে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত ও আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। এদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার স্থানীয় সময় রাত আটটার দিকে দেশটির পূর্বাঞ্চলীয় শহর স্ট্রসবার্গের বিখ্যাত ক্রিস্টমাস মার্কেটে এ হামলার ঘটনা ঘটে।

বন্দুকধারীকে ধরতে অভিযান চলছে বলে পুলিশের বরাত দিয়ে ফরাসি সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে

সংবাদ মাধ্যমটি জানায়, স্ট্রসবার্গের ব্যস্ত রাস্তায় নেমে আকস্মিক নির্বিচারে গুলি ছোড়ে ওই বন্দুকধারী।

নিরাপত্তা বাহিনী তাকে প্রতিরোধ করলে আঘাত নিয়েই পালিয়ে যায় সে। তবে সেসময় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে।

‘ওই বন্দুকধারীর পরিচয় তারা শনাক্ত করেছে এবং এই ব্যক্তি তাদের ‘সন্দেহভাজন উগ্রবাদীর তালিকা’য় ছিল’- দাবি পুলিশের।

দু’টি সূত্রের বরাত দিয়ে এএফপি জানায়, ২৯ বছর বয়সী ওই সন্দেহভাজন উগ্রবাদীকে মঙ্গলবার সকালেই গ্রেপ্তার করার কথা ছিল। একটি হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছিল।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)