১৩ মামলায় এহসানুল হক মিলনের জামিন

ফাইল ছবি

১৩ মামলায় এহসানুল হক মিলনের জামিন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চাঁদাবাজি ও নাশকতার অভিযোগে করা ১৩ মামলায় বিএনপি নেতা আ ন ম এহসানুল হক মিলনকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

জামিন-সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে বুধবার হাইকোর্টে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

তার বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত মুক্তি মিলেছে না বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।

তিনি বলেন, মিলনের পক্ষে ১৪টি মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়েছিল।

আদালত শুনানি নিয়ে ১৩ মামলায় তাকে জামিন দিয়েছেন। এক মামলায় তার জামিন হয়নি। ফলে সহসাই তার কারামুক্তি হচ্ছে না। এছাড়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে আপিল দায়ের করা হবে।

আদালতে মিলনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার গোলাম নবী, সঙ্গে ছিলেন সায়েদা ইয়াসমিন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর