ভোটে জিতলেন থেরেসা মে

থেরেসা মে

ভোটে জিতলেন থেরেসা মে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আস্থা ভোটে জয়ী হয়ে ব্রিটেনের কনজারভেটিভ দলের নেতৃত্বে থাকছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে। এ জয়ের ফলে আগামী এক বছর তিনি দলটির নেতৃত্বে থাকতে পারবেন।

সেই সঙ্গে আগামী এই এক বছরে তার নেতৃত্ব নিয়ে কোনো অভিযোগ তোলা হলেও তা গৃহীত হবে না।

বিভিন্ন গণমাধ্যম জানায়, বুধবার রাতে ভোটাভুটিতে থেরেসা মের পক্ষে গেছে ২০০ ভোট আর বিপক্ষে পড়েছে ১১৭ ভোট।

ফলে, থেরেসা মে এই আস্থা ভোটে ৮৩ ভোটে জিতেছেন। দলটির সাংসদদের মধ্যে ৬৩ শতাংশ মে’র পক্ষে আর ৩৭ শতাংশ বিপক্ষে ভোট দিয়েছেন। এই আস্থা ভোটে হেরে গেলে তাঁকে দলীয় প্রধানের পাশাপাশি প্রধানমন্ত্রীত্বও ছাড়তে হতো।

জয়ের পর টেরিজা মে দলের সাংসদদের ধন্যবাদ জানিয়েছেন।

এছাড়া তিনি ব্রেক্সিট বাস্তবায়নে সহায়তা চেয়েছেন।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর