খালেদা জিয়ার আইনজীবীদের অনাস্থা

ফাইল ছবি

প্রার্থিতা নিয়ে শুনানি

খালেদা জিয়ার আইনজীবীদের অনাস্থা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রার্থিতা ফেরত চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা রিট আবেদনে হাইকোর্টের একক বেঞ্চের উপর অনাস্থা জানিয়েছেন তার আইনজীবিরা। এর প্রেক্ষিতে রিট আবেদনটি নথিসহ প্রধান বিচারপতির কাছে ফেরত যাবে। প্রধান বিচারপতি আরেকটি বেঞ্চ নির্ধারনের পর আগামি সোম অথবা মঙ্গলবার এ রিটের উপর শুনানি হতে পারে।

আজ বৃহস্পতিবার বিচারপতি জেবিএম হাসানের একক বেঞ্চে এ রিট আবেদনের শুনানি শুরুতেই খালেদা জিয়ার আইনজীবি এজে মোহাম্মদ আলী তাদের অনাস্থার কথা জানান।

 

কারণ হিসাবে বলেছেন, যেহেতু রিট আবেদনটি এর আগে এক জ্যৈষ্ঠ বিচারপতির নেতৃত্বে দ্বৈত বেঞ্চে শুনানি হয়েছে, সেহেতু একক বেঞ্চেও একজন জ্যৈষ্ঠ বিচারপতির বেঞ্চে শুনানি হওয়া প্রয়োজন। এ সময় হাইকোর্ট তাকে লিখিতভাবে অনাস্থার বিষয়টি জানাতে বলেন।  


NEWS24▐ কামরুল
 

সম্পর্কিত খবর