ইসি ‘সরকারের রোবট’ দাবি ইসলামী আন্দোলনের

ইসি ‘সরকারের রোবট’ দাবি ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ইসিকে ‘সরকারের রোবট’ বলে মন্তব্য করলেন ইসলামী আন্দোলনের নায়েবে আমীর ও খুলনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল আউয়াল। বৃহস্পতিবার তিনি খুলনায় দলীয় কার্যালয়ে নির্বাচনি প্রচারনায় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।  

তিনি বলেন, ক্ষমতাসীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সরকারের অধীনে ইসির নিজস্ব স্বাধীনতা বলে কিছু থাকে না।

এ কারণে ইসি মর্মাহত হচ্ছেন, বির্বত হচ্ছেন কিন্তু দুঃখজনক নির্বাচনি হামলার বিষয়ে কোন ব্যবস্থা নিতে পারছেন না।  

ভোট অধিকার প্রয়োগে আশঙ্কার কথা জানিয়ে অধ্যক্ষ আব্দুল আউয়াল বলেন, উন্নয়নের গল্প করলেই হবে না। উন্নয়নের গল্প তো পাকিস্তান সরকার করেছিল। কিন্তু তারা টিকে থাকতে পারেনি।

ভোট অধিকার প্রয়োগ করতে না পেরে জনগণ ফুসে উঠেছিল। এতে পাকিস্তান সরকারের সব ক্ষমতা ধুলিস্মাৎ হয়ে গিয়েছিল।
 
তিনি জাতিকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে সুষ্ঠু ভোটগ্রহণের পরিবেশ সৃষ্টির আহ্বান জানান। এসময় ইসলামী আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক শেখ হাসান ওবায়দুল করিম, নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।  
  
উল্লেখ্য, গত বুধবার খুলনার খালিশপুরে নির্বাচনি প্রচারণাকালে সন্ত্রাসী হামলায় ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি ও খুলনা-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হকসহ ৫ জন আহত হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়রী ও রির্টানিং কর্মকর্তাকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।  


NEWS24▐ কামরুল
 

সম্পর্কিত খবর