সেই শ্রীলঙ্কার কাছে আবারও হার

সেই শ্রীলঙ্কার কাছে আবারও হার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইর্মাজিং এশিয়া কাপের সেই শ্রীলঙ্কার কাছেই স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশের। গতবারও সেমিতে এই শ্রীলঙ্কাদের কাছেই হেরে যায়। আজ বৃহস্পতিবার কলোম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের ২৩৮ রানের লক্ষ্য ছুড়ে দেয় নূরুল হাসান সোহানের দল।

জবাবে শ্রীলঙ্কানরা ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায়।

দলীয় ৩ রানের মাথায় ওপেনারকে হারিয়ে বিপাকে পড়তে হয়। যুবা টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮৭ রান তুলতেই লঙ্কান শিবিরের টপ অর্ডারে নামে ধস।

বাধা হয়ে দাড়ায় পঞ্চম ও ষষ্ঠ উইকেটে দুটি দারুণ জুটি। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাগে তারা।

লঙ্কানদের হয়ে সাদুন ভিরাকোডি ৩৭ বলে ৪৭, কামিন্দু মেন্ডিস ৮৮ বলে ৯১*, শেহান জয়াসুরিয়া ৬১ বলে ৩৯ রান করেন।
বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন পেসার শরিফুল ইসলাম। একটি করে উইকেট তুলে নেন শফিউল ইসলাম, নাঈম হাসান ও আফিফ হোসেন ধ্রুব। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ গড়ে ২৩৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন ওপেনার মিজানুর রহমান।  

বাংলাদেশ একাদশ 
মিজানুর রহমান, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত,  নূরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি, আফিফ হোসেন, নাঈম হাসান, শফিউল ইসলাম, শরীফুল ইসলাম ও তানভীর ইসলাম।  

শ্রীলঙ্কা একাদশ 
শাম্মু আসনান, কামিন্দু মেন্ডিস, শেহান জয়াসুরিয়া, আভিসকা ফার্নান্দো, সাদুন ভিরাকোডি, হাসিথা বয়াগোডা, আসেলা গুনারাত্নে, লাসিথ এম্বুলদেনিয়া, আসিথা ফার্ন্দানো, চামিকা করুনারাত্নে ও শেহান মাদুশাঙ্কা।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর