বগুড়ায় একই মঞ্চে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থী

বগুড়ার-৫ এর পাঁচ প্রার্থী

বগুড়ায় একই মঞ্চে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থী

বগুড়া প্রতিনিধি

নির্বাচনী এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি, মাদকমুক্ত করাসহ দেশ ও গণতন্ত্র রক্ষায় নিজেকে আত্মনিয়োগ করার শপথ নিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থী।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত শেরপুর উপজেলা পরিষদ চত্বরে ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে একই মঞ্চে উঠে প্রার্থীরা এ শপথ নেন। পাশাপাশি ভোটারদেরও যুদ্ধাপরাধী, কালো টাকার মালিক, ঋণ খেলাপি, বিল খেলাপি ও দুর্নীতিবাজকে ভোট না দেওয়ার শপথ পাঠ করানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের উপজেলা কমিটির সভাপতি নিমাই ঘোষ।

এতে জাতীয় সংসদ নির্বাচনের মোট পাঁচজন প্রার্থী হাতে হাত মিলিয়ে শপথ নিয়ে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠান ও নির্বাচনে পরাজিত হলে বিজয়ী প্রার্থীকে সহযোগিতা করার ঘোষণা দেন। এরপর ভোটারদের মুখোমুখি করা হয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। তাঁরা ভোটারদের নানা প্রশ্নের জবাব দেন।

মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব হাবিবর রহমান, জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী তাজ মোহাম্মদ সেখ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী সন্তোষ কুমার পাল, ইসলামী ঐক্যেজোটের প্রার্থী মাওলানা নজরুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মীর মাহমুদুর রহমান।

তবে অনুষ্ঠানে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী জিএম সিরাজ উপস্থিত হননি।

বৃহস্পতিবার রাতে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- সুশাসনের জন্য নাগরিক (সুজন) কেন্দ্রীয় সমন্বয়কারী দীলিপ কুমার সরকার।

বক্তব্য দেন- সুজনের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী শংকর বরণ রায়, সহকারী সমন্বয়কারী আছির উদ্দিন। এছাড়া স্বাগত বক্তব্য দেন- শেরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

(নিউজ টোয়েন্টিফোর/রউফ/তৌহিদ)
 

সম্পর্কিত খবর