সালমানের ঘনিষ্ঠরাই খাসোগিকে খুন করে: এরদোয়ান

রিসেপ তাইয়েব এরদোয়ান।

সালমানের ঘনিষ্ঠরাই খাসোগিকে খুন করে: এরদোয়ান

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সৌদি সাংবাদিক জামাল খাসোগির হত্যার প্রধান হোতাদের চিহ্নিত করার আহ্বান জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বলেছেন, হত্যাকাণ্ডের যে অডিও ক্লিপ রয়েছে তা থেকে এটা স্পষ্ট সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তিরা সক্রিয়ভাবে এ হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন।

শুক্রবার ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর বিচার ব্যবস্থা বিষয়ক সম্মেলনে তিনি আরও বলেন, সৌদি আরব থেকে যে ১৫ জনকে তুরস্কে পাঠানো হয়েছিল তারা এ হত্যাকাণ্ডে জড়িত রয়েছে। কিন্তু তুরস্কে সফরে এসে সৌদি অ্যাটর্নি জেনারেল খাসোগি হত্যাকাণ্ডের বিষয়ে এক বিন্দু তথ্যও আঙ্কারাকে দেয়নি।  

উল্লেখ্য, গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে খ্যাতনামা সাংবাদিক খাসোগিকে হত্যা করে সৌদি ঘাতক টিম।

তাকে হত্যা করে তার দেহ টুকরো টুকরো করে এসিডে পুড়িয়ে ফেলা হয়। গত বছর যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের ক্ষমতার কেন্দ্রে আসার পর থেকে রোষানলে পড়েন ৫৯ বছর বয়সী খাসোগি। তিনি দেশ ছেড়ে স্বেচ্ছা নির্বাসনে যুক্তরাষ্ট্রে চলে যান।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এ যুবরাজের কর্মকাণ্ডের সমালোচনা করে একের পর এক কলাম লিখেছিলেন খাসোগি।

অভিযোগ রয়েছে, যুবরাজের নির্দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ হত্যা সংঘটিত হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর