জয়নুল আবদিন ফারুকের গাড়িবহরে হামলা

ফারুকের গাড়িবহরে হামলা

জয়নুল আবদিন ফারুকের গাড়িবহরে হামলা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নোয়াখালী-২ (সেনবাগ) আসনে ধানের শীষের প্রার্থী জয়নুল আবদিন ফারুকের গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বিএনপি ও সেনবাগ উপজেলা চেয়ারম্যানসহ বিএনপির অন্তত তিনজন গুলিবিদ্ধ ও বেশ কয়েকজন  আহত হয়েছেন।

এসময় ৫টি গাড়ি ও ১০-১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার সকালে সেনবাগ পৌরসভার চত্বরে নির্মিত মুক্তিযুদ্ধে শহীদের স্মৃতিস্তম্ভে সামনে এ ঘটনা ঘটে।

জয়নুল আবদীন ফারুক জানান, সকাল সাড়ে ৬টায় শহীদের স্মৃতিস্তম্ভে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিতে যান। তারা ফুল দিয়ে সেখান থেকে ফেরার পথে গাড়িবহরে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে।

বিএনপি নেতারা অভিযোগ করেন, ‘হামলাকারীরা জয়নুল আবেদীন ফারুককে লক্ষ্য করে অতর্কিত এ হামলা চালায়। হামলায় জয়নুল আবেদীন ফারুক দৌঁড়ে রক্ষা পান।

গুলিতে গাড়িবহরে থাকা কয়েকটি গাড়ি ভা‌ঙচুর করা হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন জয়নুল আবেদীন ফারুকের সঙ্গে থাকা সেনবাগ উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি শাহাবুদ্দিন রাসেল ও উপজেলা যুবদল নেতা লিটন চৌধুরী।

আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় দুর্বুত্তরা উপজেলা বিএনপি কার্যালয়ও ভাঙচুর করে।


(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)