রাঙামাটিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২২

আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহতরা

রাঙামাটিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২২

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি জেলার বাঘাইছড়িতে শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ২২জন আহত হয়েছে।

রোববার সকালে বাঘাইছড়ি উপজেলা মাঠে শহীদ মিনার চত্বরে এ ঘটনা ঘটে। আহতরা বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাঘাইছড়ি উপজেলা মাঠে শহীদ মিনার চত্বরে ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ের সামনে এসে তাদের উদ্দেশ্য করে রাজাকার ও যুদ্ধ অপরাধী বলে স্লোগান দেয়। আরও বলে বিএনপির মতো যুদ্ধাপরাধী রাজাকারদের পবিত্র শহীদ মিনারে ফুল দিতে দেওয়া যাবে না। এ কথা শুনে বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ইট পাঠকেলের আঘাতে আওয়ামী লীগের পাঁচজন নেতাকর্মীসহ বিএনপির ১৭ নেতাকর্মী মারাত্মক আহত হয়।

আওয়ামী লীগের আহতরা হলেন- মো. শাহাদাত হোসেন (২০), আব্দুল রহমান (২১) আব্দুল কাদের (১৯), জাহিদুল  ইসলাম (২২) ও মো. জালাল উদ্দিন খান।

বিএনপির আহতরা হলে- মোহাম্মদ নিজাম উদ্দিন বাবু, মো. জসিম উদ্দিন, মো. ফারুক হোসেন, মো. হুমায়ুন রশীদ মো. রবিউল আলম মো. নুর কবির, মো. ইলিয়াস হোসেন,  মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ নিজাম উদ্দিন, মো. আলমগীর হোসেন, মোহাম্মদ আব্দুল করিম, মো.ইকবাল হোসেন, মো. রবিউল হোসেন, মোহাম্মদ মোহর আলী, মোহাম্মদ আব্দুল হামিদ খান, মোহাম্মদ মোক্তার হোসেন।


বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিবৎসক রাজীব বড়ুয়া জানায়, আহতদের মধ্যে বিএনপির  ফারুক হোসেন ও হুমায়ুন রশীদকে উন্নত চিকিৎসা নিতে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঘাইছড়ি থানার কর্মকর্তা (ওসি) এমএ মনঞ্জুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফুল দেওয়ার পর বাঘাইছড়ি উপজেলা মাঠের এক পাশে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। উভয় পক্ষের ধাওয়া-পাল্টা দাওয়ায় বেশ কয়েকজন আহত হয়। সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/মুুমু/তৌহিদ)

সম্পর্কিত খবর