ফের আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২৪

ফের আ.লীগ-বিএনপি সংঘর্ষ

ফের আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২৪

রাঙামাটি প্রতিনিধি

এবার নির্বাচনী প্রচারণায় মুখোমুখি রাঙামাটি জেলা আওয়ামী লীগ-বিএনপি। ঘটেছে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। এ সময় আহত হয় উভয় পক্ষের ২৪জন। রোববার রাত সাড়ে আটটার দিকে শহরের ভেদভেদি মুসলি, পাড়াইয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পরে সংবাদ সম্মেলন করেছে রাঙামাটি জেলা আওয়ামী লীগ ও বিএনপির নেতারা।

বিএনপির প্রার্থী মনি স্বপন দেওয়ান অভিযোগ করে বলেন, নির্বাচনকে সামনে রেখে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি শহরের ভেদভেদী মুসলিম পাড়ায় গণসংযোগ করতে যান। একই সময় আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদারের পক্ষে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগমও দলবল নিয়ে ওই এলাকায় প্রচারণায় যান। এ সময় বিনা উসকানিতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের উপর ইট পাটকেল নিক্ষেপের পর লাটি চার্জ করে।

এসময় বিএনপির প্রায় ২০জন নেতাকর্মী মারাত্মক আহত হয়।

আহতরা হলেন- মো. মাহবুবুল বাসেত অপু, মো. মহসিন মিয়া, রবি বড়ুয়া, মো. বাবলু, মো. নজরুল হুদা, মো. আরজু, সাধন, রোকমান হোসেন, মনোয়ারা, শ্রাবণ, রবিন, ফারুক আহমেদ সাব্বির, মো. ইলিয়াস, হাসান চৌদূরী সুমন, মনিক, মোরশেদ, বাবু, আলী হোসেন, ইমন, তারেক।

বিএনপির কেন্দ্রীয় নেতা দীপেন দেওয়ান বলেন, প্রার্থী মনি স্বপন দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি শাহ আলম, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টোসহ ৮/১০জন নেতা আওয়ামী লীগের বিক্ষুব্ধ কর্মীদের তোপের মুখে পরে অবরুদ্ধ হন। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

অন্যদিকে সংবাদ সম্মেলন করে মহিলা আওয়ামী লীগের নেত্রী ও সংসদ সদস্য ফিরোজ বেগম চিনা বলেন, ভেদভেদী এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনের গণসংযোগে যায়। এ সময় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর। তাদের লাটি, ইট-পাটকেলের আঘাতে আমাদের চারজন মারাত্মক আহত হয়।

আহতরা হলেন- মনির, সোহেল, জসিম ও মাসুদ।

রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। তবে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

এর আগে সকালে বাঘাইছড়ি উপজেলায় শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগের পাঁচজন ও বিএনপির ১৭ নেতাকর্মী আহত হয়।

পরপর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় রাঙামাটিতে চাপা উৎকণ্ঠা বিরাজ করছে।

(নিউজ টোয়েন্টিফোর/মুমু/তৌহিদ)

সম্পর্কিত খবর