খাসোগি ইস্যুতে সৌদিকে যা বললেন জাতিসংঘ মহাসচিব

দোহা ফোরাম ২০১৮-তে বক্তৃতা দেন অ্যান্তোনিও গুতেরেস

খাসোগি ইস্যুতে সৌদিকে যা বললেন জাতিসংঘ মহাসচিব

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জামাল খাসোগি হত্যার বিষয়ে বিশ্বাসযোগ্য তদন্ত করাতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

রোববার দোহা ফোরাম ২০১৮-তে বক্তৃতা দেওয়ার সময় গুতেরেস এ আহ্বান জানান।

তিনি বলেন, তুরস্কের ইস্তাম্বুল শহরে খাশোগি হত্যার বিষয়ে গণমাধ্যমে যে খবর বের হয়েছে এর বাইরে তার কাছে কোনো তথ্য নেই। তবে যাই ঘটুক না কেন এর স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া দরকার।

উল্লেখ্য, গত ২ অক্টোবর জামাল খাসোগিকে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কন্স্যুলেট ভবনের ভেতরে হত্যা করা হয়।

এ ঘটনার পরপরই সৌদি যুবরাজ বলেছিলেন, খাসোগি কন্স্যুলেট ভবন থেকে বেরিয়ে গেছেন। কিন্তু পরে প্রমাণ হয় যে, খাসোগিকে হত্যা করা হয়েছে।

পরে সৌদি সরকার একথাও স্বীকার করেছে, ওই হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ বলছে- হত্যার সঙ্গে সৌদি যুবরাজ জড়িত। হত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের জন্য আংকারার হাতে তুলে দেওয়ার দাবি জানাচ্ছে তুরস্ক। তবে সৌদি আরব তাতে রাজি নয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর