‘হাতপাখার কর্মীদের থামাতে সন্ত্রাসী হামলা’

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (চরমোনাই পীর)

‘হাতপাখার কর্মীদের থামাতে সন্ত্রাসী হামলা’

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, নির্বাচনী প্রচারণায় মাঠ পর্যায়ে হাতপাখার কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। খুলনা-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হকসহ সারাদেশে অসংখ্য নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়েছে। হাতপাখার কর্মীদের থামিয়ে দিতে সরকার দলীয় ‘সন্ত্রাসীরা’ এ হামলা চালাচ্ছে।

সোমবার খুলনার বিভিন্নস্থানে নির্বাচনী পথসভায় বক্তৃতাকালে তিনি এসব অভিযোগ করেন।

চরমোনাই পীর বলেন, নির্বাচনে প্রার্থীরা যেন প্রচারণায় সমান সুযোগ পায় তার নিশ্চয়তা দেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব। কিন্তু সরকারি দল যেসব কর্মকাণ্ড করছে তা’ কখনোই মেনে নেওয়া যায় না।

পথসভায় বক্তৃতা করেন- সংগঠনের নায়েবে আমির ও খুলনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল আউয়াল, দলের মহাসচিব ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক মাহবুবুর রহমান, অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক, মাওলানা আবু সাইদ, মুজিবর রহমান, গাজী নুর আহমেদ, জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান, মহানগর সহসভাপতি ও নির্বাচন মিডিয়াসেল সমন্বয়কারী শেখ মুহাম্মদ নাসির উদ্দিন।

চরমোনাই পীর দলীয় প্রার্থীদের সমর্থনে ছাচিবুনিয়ার মোড়, ডাকবাংলা মোড়, নিউমার্কেট বায়তুন নূর চত্বর, দৌলতপুর আঞ্জুমান ঈদগাহ ময়দান, সেনের বাজার, পালের হাট বাজার, শেখপুরা বাজার, তেরখাদা বাজার, জোয়ার বাধাল মৈশাঘুনী ফুটবল মাঠে পথসভায় বক্তৃতা করেন।

(নিউজ টোয়েন্টিফোর/শাহীন/তৌহিদ)

সম্পর্কিত খবর