মহাজোট প্রার্থীর গাড়িবহরে ককটেল হামলা

গাড়িবহরে ককটেল হামলা

মহাজোট প্রার্থীর গাড়িবহরে ককটেল হামলা

বগুড়া প্রতিনিধি

বগুড়া-২(শিবগঞ্জ) আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির বর্তমান সাংসদ শরিফুল ইসলাম জিন্নাহর গাড়িবহর লক্ষ্য করে সোমবার রাতে ককটেল হামলা চালানো হয়েছে। দুর্বৃত্তদের নিক্ষিপ্ত ককটেলে জাতীয় পার্টির দুই কর্মী আহত হয়েছেন। শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের ভাইয়ের পুকুর বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

বগুড়া-২ আসনের মহাজোট প্রার্থী সাংসদ শরিফুল ইসলাম জিন্নাহ্ ওই হামলার পেছনে স্থানীয় বিএনপি তথা ঐক্যফ্রন্টকে দায়ী করেছেন।

তিনি জানান, ভাইয়ের পুকুর এলাকায় বেশ কিছুদিন ধরেই তার নির্বাচনী পোস্টার ছেড়া হচ্ছে। নেতা-কর্মীদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে সোমবার রাতে তিনি সেখানে যান। এসময় তার গাড়িবহরে অন্তত ৩৫টি মোটরসাইকেল ছিলো।

তিনি বলেন, ‘এলাকায় দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে ফেরার পথে আলিয়ারহাটমুখী রাস্তায় পৌঁছার পরই গাড়ি বহরের সামনে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়।

এতে জাপা কর্মী দুলু মিয়া(২৫) ও আলমগীর হোসেন (২৭) আহত হন। ঐক্যফ্রন্টের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। ’

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার হয়েছে বলেও জানান ওসি।

(নিউজ টোয়েন্টিফোর/রউফ/তৌহিদ)