নসিমন চালককে পেটানো সেই মেয়র আটক

ছবি সংগৃহীত

নসিমন চালককে পেটানো সেই মেয়র আটক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শিশু নির্যাতনের ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে সোনারগাঁ উপজেলার গোয়ালদী এলাকার নিজ বাসা থেকে তাকে আটক হয়।

জেলা গোয়েন্দা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। আটক মেয়রকে বর্তমানে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে।

গেল ১৫ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে মহাজোট মনোনীত জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকার পক্ষে গণসংযোগ শেষ করে নিজ গাড়িতে চড়ে বাসায় ফিরছিলেন মেয়র সাদেকুর রহমান সাদেক।  

এসময় সোনারগাঁ জাদুঘরের সামনে বিপরীত দিক থেকে আসা বাঁশবোঝাই একটি নসিমনের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়। এতে মেয়রের গাড়ির এক পাশের রঙ উঠে দাগ পড়ে যায়।

এতে ক্ষিপ্ত হয়ে মেয়র সাদেকুর রহমান গাড়ি থেকে বের হয়ে নিজের হাতে থাকা লাঠি দিয়ে নসিমন চালক যুবককে প্রহার করতে শুরু করেন।

ওই যুবক অপরাধ শিকার করে বারবার মেয়রের পা ধরে ক্ষমা চেয়েও রক্ষা পাননি।  

পরবর্তীতে মেয়রের সমর্থকরাও ওই যুবককে মারধর করে গাড়িসহ আটকে রাখে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন মেয়র।

 

NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর