'মাহবুব তালুকদারের কথা সত্য নয়'

ছবি সংগৃহীত

'মাহবুব তালুকদারের কথা সত্য নয়'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেছেন, আসন্ন একাদশ সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ নেই বলে যে মন্তব্য নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার করেছেন, তা সত্য নয়।

তিনি বলেন, মাহবুব তালুকদার সত্য কথা বলেননি। নির্বাচন অনুষ্ঠানে সামগ্রিক পরিস্থিতি ভাল রয়েছে।

মঙ্গলবার রাঙ্গামাটিতে নির্বাচন উপলক্ষে তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময়ে সভাপতিত্বকালে সূচনা বক্তব্য রাখেন সিইসি।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এমন মন্তব্য করেন।

রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে এ মতবিনিময়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, চট্টগ্রামের ডিআইজি গোলাম ফারুক, রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এরআগে গত সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের দেয়া প্রশ্নের জবাবে ইসি মাহবুব তালুকদার বলেন, আমি মোটেও মনে করি না নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু আছে।

‌‘লেভেল প্লেয়িং ফিল্ড কথাটা এখন একটা অর্থহীন কথায় পর্যবসিত হয়েছে।

তার এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে জানতে চাইলে নিজের ভিন্নমতের কথা জানান নুরুল হুদা। তিনি বলেন, সবাই নিজেদের মতো প্রচার চালাচ্ছেন। লেভেল প্লেয়িং ফিল্ডে অসুবিধা কোথায়?


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর