কুয়াকাটায় পানিবন্দী অর্ধ-শতাধিক পরিবার

কুয়াকাটায় পানিবন্দী অর্ধ-শতাধিক পরিবার

নিউজ ২৪ ডেস্ক:

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় জলাবদ্ধতায় অর্ধ-শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। কয়েক দিনের টানা বৃষ্টির পানিতে রাখাইন মার্কেটের মাঠ ও রাখাইন পল্লীর চলাচলের পথটিও পানিতে ডুবে গেছে ফলে বিপাকে পড়েছেন এখানে বেড়াতে আসা পর্যটকরা। অন্যদিকে পানিতে ডুবে থাকায় রান্নার চুলা পর্যন্ত জ্বালাতে পারছেনা পানিবন্দি থাকা পরিবারগুলোও। জলাবদ্ধতা নিরসনে স্থানীয় কাউন্সিলর ও মেয়রের কাছে বার বার ধরনা দিয়েও কোন কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটা পৌরসভার ৩ ও ৭ নং ওয়ার্ডের বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা স্থায়ী হওয়ায় পানিবন্দি হয়ে পড়ছেন দু’শতাধিক নাগরিক। অনেক পরিবারের রান্নার চুলা পর্যন্ত পানিতে ডুবে থাকায় গত ৩/৪ দিন ধরে তারা রান্নার চুলা জ্বালাতে পারেনি। এসব পরিবারের স্কুলগামী শিশুরা স্কুলে যেতে পারছেনা। এছাড়া পৌরসভার অধিকাংশ সড়ক কাঁদা-পানিতে একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

 

গৃহবধূ আমেনা বেগম এবং লাইজু বেগম জানান, দীর্ঘদিন যাবৎ তাদের এলাকায় পানি জমে থাকায় স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হচ্ছে। রান্নার চুলা জ্বলছেনা। শিশুরা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে। অন্তত: অর্ধ-শতাধিক পরিবার পানি বন্দি হয়ে মানবেতর জীবন-যাপন করছে।  

কুয়াকাটা ট্যুরিজমের স্বত্তাধিকারী রুমান ইমতিয়াজ তুষার জানান, পৌরসভার ৩নং ওয়ার্ডে অন্তত: দেড় শতাধিক পরিবার বাস করে। তন্মধ্যে ৫০-৬০ টি পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। এছাড়া ৭নং ওয়ার্ডের রাখাইন পল্লী মার্কেটের মাঠ এবং রাখাইন পল্লীর চলাচলের পথে পানি জমে থাকায় ভোগান্তিতে পড়েছেন পর্যটকসহ স্থানীয়রা।

কুয়াকাটা পৌরসভার সহকারী প্রকৌশলী মো.সাজেদুল আলম জানান, পৌরসভার মাত্র অর্ধ কি.মি. ড্রেন রয়েছে। জরুরী ভিত্তিতে আড়াই কি.মি. ড্রেন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া আরও ৫ কি.মি. ড্রেন নির্মাণ কাজ প্রক্রিয়াধীন। শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।