বছর শেষে রঙিন পোশাকে দাপটে যারা

ছবি সংগৃহীত

বছর শেষে রঙিন পোশাকে দাপটে যারা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

২০১৮ সাল শেষ প্রান্তে। নতুন বছরকে বরণ করে নেয়ার অপেক্ষায় গোটা পৃথিবী। তবে বাংলাদেশ ক্রিকেটের জন্য বছরটি শেষ হয়ে গেছে কয়েকদিন আগেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বছরের শেষ সিরিজটি টাইগাররা খেলেছে নিজেদের মাঠে।

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের কাছে হারলেও বছরজুড়ে অনেক সাফল্য পেয়েছে টাইগাররা।  

তিনটি টুর্নামেন্টের ফাইনাল খেলে হারলেও পুরো বছরে ২০টি ওয়ানডে খেলে জয় পেয়েছে ১৩টিতে। এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম ও অ্যাওয়ে দুটি সিরিজ জয়ের রেকর্ড রয়েছে।  

শুধু দলগত সাফল্যেই নয়, ব্যক্তিগত অর্জনেও ওয়ানডেতে চলতি বছরে উজ্জ্বল ছিল টাইগার ক্রিকেটাররা।

 
ব্যক্তিগত রানের ক্ষেত্রে এবছরে ওয়ানডেতে এগিয়ে রয়েছেন মুশফিকুর রহিম। ১৮ ম্যাচ খেলে ৭৪৯ রান করেছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান।

হাতের ইনজুরির কারণে এশিয়া কাপের ৪টি ম্যাচ ও ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ মিস করলেও ১২ ম্যাচে ৬৮৪ রান করে দেশীয় ব্যাটসম্যানের মধ্যে দ্বিতীয়তে অবস্থান করছেন তামিম ইকবাল।  

১৫ ম্যাচে ৪৯৭ করে তালিকার তিন নম্বরে অবস্থান করছেন সাকিব আল হাসান। তামিমের মতো সাকিবও ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন।

এদিকে বোলারদের মধ্যে ওয়ানডেতে লাল-সবুজের প্রতিনিধি হিসেবে সবচেয়ে বেশি উইকেট তুলেছেন  মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টার খ্যাত এই তারকা ১৮ ম্যাচ খেলে ২৯টি উইকেট পেয়েছেন।

২০ ম্যাচ খেলে ২৬টি উইকেট আদায় করেছেন মাশরাফি বিন মুর্তজা। উইকেটের বিবেচনায় দ্বিতীয় সফলতম বোলার ওয়ানডে দলের অধিনায়ক।  

news24bd.tv


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর