বিএনপির শেষ আসা নির্বাচনের দিন সমতল ভূমি থাকবে

ছবি সংগৃহীত

বিএনপির শেষ আসা নির্বাচনের দিন সমতল ভূমি থাকবে

অনলাইন প্রতিবেদক

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আশা করেছেন নির্বাচনের দিন অন্তত সমতল ভূমি থাকবে।

শুক্রবার সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এমন আশা করেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ, তাই স্বাধীনভাবে কাজ করার শেষ সুযোগ তাদের। দলের নেতাকর্মী ও এজেন্টদের গ্রেপ্তার ও ভয়ভীতি দেখানো হচ্ছে।

জনগণ নির্বিঘ্নে ৩০ তারিখের নির্বাচনে ভোট দিতে পারলে জয়ী হবে জানান তিনি।

এ সময় তিনি জনগণের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতের ব্যাপারে সেনাবাহিনীকে সঠিকভাবে কাজ করতে দেয়ার দাবি জানান।

নজরুল ইসলাম খান বলেন, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখা নির্বাচন কমিশনের দায়িত্ব। এছাড়া নির্বাচনে জনগণের সজাগ দৃষ্টি রুখতে পারে যে কোন ধরনের ভোট কারচুপি।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর