'৭০এর নির্বাচনের পর এবারই ভোটারদের গণজোয়ার'

ফাইল ছবি

'৭০এর নির্বাচনের পর এবারই ভোটারদের গণজোয়ার'

মাদারীপুর প্রতিনিধি

৭০ এর নির্বাচনের পর এবারই ভোটারদের স্বতস্ফূর্ত উৎসবে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি রোববার সকাল ৯টার দিকে মাদারীপুরে নিজের ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট যে অভিযোগই করুক না কেন, তাদের সব অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন। এখন তাদের অবস্থা টিকিয়ে রাখার চেষ্টা করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনার জন্যে ভোটাররা স্বেচ্চায় এগিয়ে এসেছে। সুতরাং মহাজোট আবারও ক্ষমতা আসছে।  

মাদারীপুরের তিনটি আসনে এবার ১৩ জন প্রার্থী ভোটযুদ্ধে লড়ছেন। আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ একজন স্বতন্ত্র প্রার্থী ভোটের মাঠে রয়েছেন।

মাদারীপুরে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৮৯ হাজার ৫৬৪ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৬৮৬ জন, নারী ভোটার ৪ লাখ ৩২ হাজার ৮৭৮ জন। এবার নতুন ভোটার ৪৭ হাজার ১১৯ জন। তিন আসনে ৩৭৬টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ৮৫টি কেন্দ্রকে। তিনটি আসনে প্রায় সাড়ে তিনশ সেনা সদস্য, ৬ প্লাটুন বিজিবি, পুলিশ ও আনছার বাহিনীর সদস্যরা রয়েছেন।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর