রাজশাহীতে নির্বাচনী হামলায় নিহত বেড়ে ৩

নিহত বেড়ে ৩

রাজশাহীতে নির্বাচনী হামলায় নিহত বেড়ে ৩

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজশাহীতে প্রতিপক্ষের হামলায় নিহত বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। সর্বশেষ নিহত ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৪৯)। সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

নিহত ইসমাইল হোসেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পালপুর-ধমরপুর গ্রামের আজাহার আলীর ছেলে।

তিনি পালপুর-ধমরপুর স্কুল ও কলেজ কেন্দ্রের আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন বলে  জানিয়েছে পুলিশ।

এলাকাবাসী জানায়, রোববার ভোটগ্রহণ চলাকালে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের গোদাগাড়ীর পালপুর-ধমরপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইসমাইল হোসেন গুরুতরভাবে আহত হন।

তাকে ওই দিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন সোমবার ভোরে ইসমাইল মারা যান।

মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়ের আলম।

তিনি জানান, এ ব্যাপারে নগরীর দামকুড়া থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর