২০১৮ সালে নিহত ৯৪ সাংবাদিক

সাংবাদিক নিহত

২০১৮ সালে নিহত ৯৪ সাংবাদিক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

২০১৮ সালে ৯৪ সাংবাদিক নিহত হয়েছেন। যা গত বছর ছিল ৮২ জন। তবে ২০১২ সালে বিশ্বে নিহত হয়েছিল ১২১ সাংবাদিক। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে) এ তথ্য দিয়েছে।

ব্রাসেলস-ভিত্তিক সংগঠন আইএফজে জানায়, চলতি বছরে সবচেয়ে বেশি সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন আফগানিস্তানে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে এ বছর ১৬ সাংবাদিক নিহত হয়েছেন। এর পরই অবস্থান মেক্সিকোর। সেখানে নিহত হয়েছেন ১১ সাংবাদিক, ইয়েমেনে নয় এবং সিরিয়ায় আট সাংবাদিক।

যুক্তরাষ্ট্রে নিহত হয়েছেন পাঁচ সাংবাদিক। একই সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন সোমালিয়া এবং পাকিস্তানে।

সংস্থাটির সভাপতি ফিলিপ লারুথ অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, সাংবাদিকদের হত্যা করা হয় কারণ তারা ঘটনার সাক্ষী হিসেবে থাকেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর