শ্বশুরবাড়ির আত্মীয়র খারাপ ব্যবহার, গুলিতে নিহত ৬

আত্মীয়র খারাপ ব্যবহারে গুলি। প্রতীকী

শ্বশুরবাড়ির আত্মীয়র খারাপ ব্যবহার, গুলিতে নিহত ৬

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শ্বশুরবাড়ির আত্মীয়রা ভালো ব্যবহার না করায় এক ব্যক্তি নিজের নয় বছরের ছেলে-মেয়েসহ ছয় সদস্যকে গুলি করে হত্যা করেছেন।

ইংরেজি নতুন বছর উদযাপনের দিন সোমবার মধ্যরাতে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় চুমফোন প্রদেশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, শ্বশুরবাড়িতে নতুন বছরের উদযাপনের পার্টিতে যোগ দেওয়ার ১০ মিনিট পরই সুচিপ সর্নসাং নামের এই ব্যক্তি এই হত্যাকাণ্ড ঘটান। খবর টেলিগ্রাফ'র।

ফাতো জেলা পুলিশের লেফটেন্যান্ট কর্নেল লার্প কাম্পাপান ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, কারও মাথায়, কারও বুকে গুলি চালান সুচিপ। তার শ্বশুরবাড়ির আত্মীয়রা ভালো ব্যবহার না করায় তিনি রেগে গিয়ে এ কাজ করেন। বাকি নিহতদের মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী। তাদের বয়স ৪৭ থেকে ৭১ এর মধ্যে।

তারা সুচিপের স্ত্রীর পরিবারের সদস্য। শেষমেশ তিনি নিজের দিকে অস্ত্রটি তাক করেন। প্রাণে বেঁচে যান তার স্ত্রী এবং আরেকজন।

চুমফোন প্রাদেশিক পুলিশের কমান্ডার মেজর জেনারেল শরত সাক্ষিলাপাচাই জানান, এই ব্যক্তি তার বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে যান। সেখান থেকে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি হয় তার।

সুচিপের বিরুদ্ধে মাদক-সংক্রান্ত মামলা ছিল। তিনি এর আগে কারাদণ্ড ভোগ করেছেন কিন্তু তার বিরুদ্ধে সহিংসতার কোনও অভিযোগ ছিল না বলে জানিয়েছে পুলিশ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)