‘আইফোন’ কিনতে কিডনি বিক্রি, মৃত্যুর মুখে যুবক!

ওয়্যাং

‘আইফোন’ কিনতে কিডনি বিক্রি, মৃত্যুর মুখে যুবক!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আইফোন-৪’ কেনার জন্য কিডনি বিক্রি করে দিয়ে সারা জীবনের জন্য শয্যাশায়ী হয়ে পড়েছেন ওয়্যাং। কারণ ক্ষতে সংক্রমণ হওয়ায়। ইনফেকশন ছড়িয়ে গেছে একটি থেকে অন্য কিডনিতে।

২০১১ সালের এ ঘটনা টক অফ দ্যা কান্ট্রিতে পরিণত হয়েছিল।

বিদেশি গণমাধ্যম জানায়, কিডনি বিক্রি করে ওয়্যাং পেয়েছিল ৩ হাজার ২০০ মার্কিন ডলার। যা দিয়ে ‘আইফোন-৪’ কিনেছিল তারপর থেকে সারা জীবনের জন্য শয্যাশায়ী। এখন তার উপলব্ধি, জীবনের চেয়ে বড় কিছুই নয়।

আসলে কিডনি বিক্রির সময় করা অপারেশন সফল হয়নি।

তখন সে বোঝেনি। মহা আনন্দে ‘আইফোন-৪’ কিনেছিল। পরে সে খেয়াল করে অস্ত্রোপচারের ক্ষত শুকাচ্ছে না। পরে সে চিকিৎসকের কাছে যায়।

তারপর দেখা যায়, ক্ষতে সংক্রমণ হয়ে গেছে। সেই ইনফেকশন ছড়িয়ে গেছে অন্য কিডনিতেও৷

চিকিৎসকেরা বলেছেন, কোনো কাজ করতে পারবে না ওয়্যাং। কারণ বিশ্রামই তার অসুখের একমাত্র ওষুধ।

উল্লেখ্য, ২০১১ সালে বাজারে আসে ‘আইফোন-৪’। সে বছর ওই ফোনটি ছিল সবচেয়ে ট্রেন্ডিং। তারপর ৭ বছর কেটে গেছে। এখন ‘আইফোন-১০এস’ চলে এসেছে বাজারে। আর ‘আইফোন-৪’-এর জন্য ওয়্যাংয়ের জীবনটাই শেষ হয়ে গেল।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)