'অধিনায়ক হিসেবে আমি নিজে সিদ্ধান্ত নেব না'

ছবি সংগৃহীত

'অধিনায়ক হিসেবে আমি নিজে সিদ্ধান্ত নেব না'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শনিবার থেকে শুরু হচ্ছে বিপিএলের ষষ্ঠ আসর। বিপিএলে অভিষেকের পর থেকে গত দুই আসরে রাজশহীর হয়ে খেলেন মেহেদী মিরাজ। এবার তিনি চলে এসেছেন রাজশাহী কিংসের অধিনায়কের ভূমিকায়।

এর আগে তিনি ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন এবং বাংলাদেশ কে তৃতীয় করেছিলেন।

এর পর মাত্র ২১ বছর বয়সেই তিনি বিপিএলে রাজশাহী কিংসের অধিনায়কের দায়িত্ব পেয়ে গেলেন। জাতীয় দলে অভিষেকের পর থেকেই দুর্দান্ত খেলছেন মেহেদী হাসান মিরাজ।

অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার মিরাজ বলেন, এটি আমার জন্য অনেক বড় একটি সুযোগ। এমন বড় টুর্নামেন্টে এর আগে আমার কখনও অধিনায়কত্ব করা হয়নি।

আমি অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্ব দিয়েছি। বয়সভিত্তিক লেভেলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে। আশা করি সেই অভিজ্ঞতা আমার কাজে লাগবে।

মিরাজ আরও বলেন, রাজশাহী কিংসের হয়ে দুই বছর খেলে ভালো অভিজ্ঞতা হয়েছে। কিভাবে অধিনায়কত্ব করতে হয়, সেটা আমি রাজশাহীতে খেলার সময় ড্যারেন স্যামি এবং জাতীয় দলে খেলার সময় মাশরাফি ভাই এবং সাকিব ভাইয়ে কাছ থেকে শিখেছি। আশা করছি সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারব।

 

NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর