সৈয়দ আশরাফের দাফন কোথায়?

সৈয়দ আশরাফ

সৈয়দ আশরাফের দাফন কোথায়?

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বর্ষীয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে কোথায় দাফন করা হবে তা নির্ধারণের সিদ্ধান্ত নেবেন দলটির সভাপতি ও সভাপতি শেখ হাসিনা।

বৃহস্পতিবার মরহুমের ছোটভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়েতুল ইসলাম বিষয়টি জানান।  

তিনি এখন থাইল্যান্ডের ব্যাংকক রয়েছেন। বড়ভাই সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুকালে তিনিসহ পরিবারের অন্যান্য সদস্যরাও ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ছিলেন।

 

সৈয়দ শাফায়েত জানান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফসহ দলটির জ্যেষ্ঠ নেতারা তাদের সঙ্গে যোগাযোগ করেছেন।  

তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, বনানী কবরস্থানে বাবা ও মায়ের কবরের ওপরই ভাইয়ের কবর হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। তার (শেখ হাসিনা) সিদ্ধান্তের ওপরই নির্ধারণ হবে কোথায় ভাইয়ের দাফন হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর