আরাকান আর্মির হামলায় মিয়ানমারে ৭ পুলিশ নিহত

ছবি সংগৃহীত

আরাকান আর্মির হামলায় মিয়ানমারে ৭ পুলিশ নিহত

অনলাইন প্রতিবেদক

মিয়ানমারের স্বাধীনতা দিবস উদযাপনকালে দেশটির রাখাইন রাজ্যে চারটি পুলিশ পোস্টে বৌদ্ধ রাখাইন যোদ্ধাদের হামলায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত এবং ১২ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার এসব হামলার ঘটনা ঘটে বলে দেশটির সেনাবাহিনী এবং সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্রদের বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স।

বৌদ্ধ রাখাইন জাতিগত সংখ্যালঘুদের জন্য আরও স্বায়ত্তশাসনের দাবির প্রেক্ষিতে সরকারি সৈন্য এবং আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের ফলে ডিসেম্বরের শুরু থেকেই রাজ্যটিতে আবারও সহিংসতা ছড়িয়ে পড়েছে।

এর আগে ২০১৭ সালে এই রাজ্যে দেশটির সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে কয়েক লাখ রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।

জাতিসংঘের মতে, আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সাম্প্রতিক সংঘর্ষের ফলে আড়াই হাজার বেসামরিক নাগরিক বসতবাড়ি ছেড়ে পালিয়েছে।

আরাকান আর্মির মুখপাত্র খিনে থু খা ব্রিটিশ বার্তা সংস্থাটিকে জানান, তারা চারটি পুলিশ পোস্টে হামলা করে। পরে পোস্টগুলো থেকে সাত ‘শত্রুর’মরদেহ উদ্ধার করে।

তারা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ১২ সদস্যকে আটক করেছে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক আইনে আমরা তাদের বিচার করবো।

আমরা তাদের কোনও ক্ষতি করবো না।


NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর