‘সিরিয়া ইস্যুতে ইসরাইলের দাবি অগ্রাহ্য করছেন ট্রাম্প’

ট্রাম্প-নেতানিয়াহু

‘সিরিয়া ইস্যুতে ইসরাইলের দাবি অগ্রাহ্য করছেন ট্রাম্প’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে এতদিন ইসরাইলের কথা মতো চললেও এখন দেশটির কথা শুনছে না যুক্তরাষ্ট্র।  

ইসরাইলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইট জানায়, ইসরাইলের কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার দাবি অগ্রাহ্য করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইসরাইলের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বৃহস্পতিবার ওয়াইনেটকে এ কথা বলেন।

তিনি বলেছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে, গোয়েন্দা সংস্থার সরবরাহ করা প্রমাণাদিকে গুরুত্ব দিচ্ছেন না প্রেসিডেন্ট ট্রাম্প।

আমরা এতে রাষ্ট্রীয়ভাবে বিস্মিত। এ অঞ্চলে ইরানি সামরিক বাহিনীর উপস্থিতি সম্পর্কে ট্রাম্প একদমই বুঝতে পারছেন না।

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও ইরান সম্পর্কে ট্রাম্প ভিন্নধর্মী বক্তব্য দেওয়ার পর ইসরাইলের পক্ষ থেকে এ মন্তব্য এলো।

ট্রাম্প বলেছেন, সিরিয়া থেকে ইরান লোকজন সরিয়ে নিচ্ছে কিন্তু আমি খুব খোলামেলাভাবে বলছি যে, তারা সেখানে যা খুশি তাই করতে পারে।

ট্রাম্পের এ বক্তব্যকে ইসরাইলের গণমাধ্যম সিরিয়া ইস্যুতে ‘মার্কিন নীতির পরিবর্তন’ বলে মন্তব্য করেছে।

সম্প্রতি ইরাক সফরের সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, আমরা প্রতি বছর ইসরাইলকে ৪৫০ কোটি ডলার দিচ্ছি এবং এ তহবিল দিয়ে ইসরাইল নিজেদের প্রতিরক্ষার ব্যাপারে বেশ ভালো করছে এবং এটাই তাদের পথ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর