আবারও সিএমএইচে এরশাদ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আবারও সিএমএইচে এরশাদ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আবারও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার বিকালে তাকে সিএমএইচে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেন এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারী খোন্দকার দেলোয়ার জালালী।

তিনি গণমাধ্যমকে জানান, স্যার (এরশাদ) রক্তের কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে সিএমএইচে যান। এসময় চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখতে ভর্তি হতে বলেন।

চিকিৎসকদের পরামর্শে স্যার হাসপাতালে ভর্তি হন।

তিনি আরও জানান, আজ রাত সিএমএইচেই থাকবেন তিনি। রোববার সকালে তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে। শরীর ভালো থাকলে সেখান থেকেই শপথ নিতে সংসদে যেতে পারেন।

আর সংসদে না গেলে বাসায় ফেরার কথা রয়েছে তার।

উল্লেখ্য, অনেক দিন থেকেই নানা অসুখে ভুগছেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে তার অসুস্থতা বাড়তে থাকে। নির্বাচনের তফসিল ঘোষণার পরে ১০ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য দেশ ছেড়ে সিঙ্গাপুরে যান। ফিরে আসেন ২৬ ডিসেম্বর। ফেরার পর থেকে নিয়মিতই বাড়ি ও সিএমএইচ এ যাতায়াত করছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর