'জামায়াত ঐক্যফ্রন্টে নেই, ২০ দলীয় জোটে আছে'

ফাইল ছবি

'জামায়াত ঐক্যফ্রন্টে নেই, ২০ দলীয় জোটে আছে'

অনলাইন প্রতিবেদক

জামায়াত জাতীয় ঐক্যফ্রন্টে নেই। জামায়াত ২০ দলীয় জোটে আছে বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোক্তা ড. কামাল হোসেন। শনিবার বিকালে জামায়াতের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে ড. কামাল এ কথা বলেন।

তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট যদি কার্যকরভাবে কাজ করে তাহলে সরকারের ওপরে চাপ থাকবে আইন মেনে দায়িত্ব পালন করার।

আর সরকারের ওপর চাপ তৈরির ক্ষেত্রে আমাদের এই ঐক্যের চাপ কাজে লেগেছে। আরও লাগবে বলে আশা করি।

আন্দোলনের বিষয়ে জানতে চাইলে গণফোরাম সভাপতি বলেন, আন্দোলন তো করেই যাচ্ছি। জনমত গঠন করাও আন্দোলন।

আলোচনা করে নির্বাচন প্রত্যাখ্যান করাও আন্দোলনের অংশ। আন্দোলন অব্যাহত রয়েছে এবং আন্দোলন আরও তীব্র হতে পারে।

নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে গণফোরাম বলেছে, এতে জনগণের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার ও মানবাধিকার ধর্ষিত হয়েছে।

অন্যদিকে ভোট প্রত্যাখ্যান করলেও বিএনপির পাঁচজনকে রেখেই গণফোরামের নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ নেয়ার কথা ভাবছেন। বিএনপি তাদের সিদ্ধান্তে অনড় থাকলে গণফোরাম তাদের রেখেই সংসদে যেতে পারে।

এক্ষেত্রে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম নেতাদের মতে, সংসদের বাইরে শুধু নয়, সংসদের ভেতরে থেকেও সরকারের সমালোচনা করা প্রয়োজন। এই যুক্তিতে শপথ নিতে চান তারা।


NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর