কুকুরের কামড়ে ২৭ জন আহত

কুকুরের কামড়ে ২৭ জন আহত

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১১ নং রাধাকানাই ইউনিয়নের ৩টি গ্রামে কুকুরের কামড়ে অন্তত ২৭ জন আহত হয়েছে। আহতদের ময়মনসিংহ এসকে হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।  

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩টি গ্রামে পাগলা কুকুর এ তান্ডব চালায়। এদের মধ্যে নারী-পুরুষ ও শিশুরাও রয়েছে।

 

পরে পলাশতলী গ্রামের জলপাইতলা মেদারপাড়ে গ্রামবাসীরা একত্রিত হয়ে চারদিক থেকে ঘিরে কুকরটিকে মেরে ফেলে।

স্থানীয় সেলিম মিয়া জানান, ৩টি গ্রামে কুকুরের তান্ডবে মানুষ ও গরু-ছাগল আহত হয়েছে। এর মধ্যে পলাশতলীত ১৭, ধুরধুরিয়া ৭ এবং রঘুনাথপুর গ্রামে ৩ জন রয়েছে। এছাড়াও গরু-ছাগলকে কুকুর কামড়িয়েছে।

এ খবরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মো. নজরুল ইসলাম জানান, শুনেছি অনেককে কামড়িয়েছে। তবে হাসপাতালে ৫/৬জন ইনজেকসন দেয়া হয়েছে।


NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর