'ট্রাম্প নিঃসন্দেহে বর্ণবাদী'

ছবি সংগৃহীত

'ট্রাম্প নিঃসন্দেহে বর্ণবাদী'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সর্বকনিষ্ঠ মার্কিন কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্টেজ বলেছেন, নি:সন্দেহে প্রেসিডেন্ট ট্রাম্প একজন ‘বর্ণবাদী’। মার্কিন সিবিএস টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ডেমোক্রেট দলীয় ওই কংগ্রেস সদস্য এ কথা বলেন। রোববার ওই সাক্ষাৎকারটি প্রচারিত হয়।

সিবিএস’র ‘সিক্সটি মিনিটস’-এ অ্যান্ডারসন কুপার ওকাসিও-কর্টেজ বলেন, ট্রাম্প বর্ণবাদের উদ্ভাবন করেননি।

কিন্তু তিনি এটিকে নতুন মাত্রা দিয়েছেন এবং এটির বিস্তার ঘটিয়েছেন এবং এসব জিনিসের জন্য রাস্তা তৈরি করেছেন।

সাক্ষাৎকারের এক পর্যায়ে কুপার জিজ্ঞেস করে, আপনি কী মনে করেন ট্রাম্প বর্ণবাদী? জবাবে ওকাসিও-কর্টেজ বলেন, হ্যাঁ, হ্যাঁ, কোনও সন্দেহ নেই।

ওকাসিও-কর্টেজ বলেন, যে শব্দগুলো তিনি ব্যবহার করেন, সেগুলো শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্বের প্রতিধ্বনিপূর্ণ। আপনি যদি দেখেন, চার্লোটসভাইলে নব্য-নাৎসিদের হাতে এক নারী নিহত হওয়ার পর তার প্রতিক্রিয়া এবং আমাদের সীমান্তে বৈধ আশ্রয় প্রত্যাশী অভিবাসীদের নিয়ে তিনি যে সংকট তৈরি করেছেন, এটা রাত-দিনের পার্থক্য।

২৯ বছর বয়সী ওকাসিও-কর্টেজ বলেন, কংগ্রেসের সঙ্গে ট্রাম্পের মতপার্থক্য ফেডারেল সরকারের কর্মীদের বেতন পরিশোধ না হবার কারণ। একইসঙ্গে ওই মতপার্থক্য সরকারে অচলাবস্থা সৃষ্টিরও কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর