রুয়ান্ডায় ত্বক ফর্সাকারী ক্রিম নিষিদ্ধ!

রুয়ান্ডায় ত্বক ফর্সাকারী ক্রিম দিচ্ছেন এক নারী

রুয়ান্ডায় ত্বক ফর্সাকারী ক্রিম নিষিদ্ধ!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সব নারীই নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে কত কিছুই না করে থাকে। অনেকে ব্যবহার করেন ভেষজ, অনেকে বিভিন্ন প্রসাধনী সামগ্রী। আধুনিক যুগে প্রসাধনী ছাড়া নারীরা নিজেদের সৌন্দর্যের কথা কল্পনা করতে পারে না। কিন্তু পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডা ত্বক ফর্সাকারী ক্রিমসহ সকল প্রসাধনীর ব্যবহার নিষিদ্ধ করেছে।

বিদেশি গণমাধ্যম জানায়, রুয়ান্ডা সরকার দেশটিতে ত্বক ফর্সাকারী প্রসাধনী ব্যবহারসহ এ জাতীয় পণ্য উৎপাদন ও আমদানি নিষিদ্ধ করেছে। কিন্তু অনেকেই সরকারের এমন নিষেধাজ্ঞার সমালোচনা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এর ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা হচ্ছে।

উল্লেখ্য, আফ্রিকার দেশগুলোতে প্রতিবছর কোটি কোটি টাকার প্রসাধনী বিক্রি হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর