টেকনাফে কথিত ‌বন্দুকযুদ্ধে নিহত ২

বন্দুকযুদ্ধ

টেকনাফে কথিত ‌বন্দুকযুদ্ধে নিহত ২

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত ‌‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পাঁচটি দেশীয় অস্ত্র এবং ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের জানায়, নিহতরা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী। নিহতরা হলেন- আব্দুর রশিদ প্রকাশ ডাইল্যা (৪৭) এবং আবুল কালাম (৩৫)।

নিহত আব্দুর রশিদ টেকনাফের সাবরাং কচুবুনিয়া এলাকার মৃত এনাম শরীফ এবং আবুল কালাম কাটা বনিয়ার আব্দুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, এ ঘটনায় পুলিশের টেকনাফ থানার এসআই বোরহান উদ্দিন, এএসআই ফরহাদ ও কনস্টেবল হৃদয় গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার রাত দেড়টার দিকে জেলার টেকনাফের সাবরাং খুরেরমুখ এলাকায় এ ঘটনা ঘটে।

‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহতের সত্যতা নিশ্চিত করেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।

তিনি জানান, নিহতরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। এদের মধ্যে আবুল কালামের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক, মানব পাচারসহ ১০টি এবং আব্দুর রশিদের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর