‘কালের কণ্ঠ মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে’

দৈনিক কালের কণ্ঠের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী।

‘কালের কণ্ঠ মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, দৈনিক কালের কণ্ঠ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে। আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে যাবে পত্রিকাটি।

বৃহস্পতিবার দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স প্রাঙ্গণে বহুল প্রচলিত দৈনিক কালের কণ্ঠের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে এসে এ মন্তব্য করেন তিনি।

বেলা ১টা ৬ মিনিটে কালের কণ্ঠের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও বিশিষ্ট সাহিত্যিক ইমদাদুল হক মিলন ও নির্বাহী সম্পাদক ও কথাসাহিত্যিক মোস্তফা কামাল।

শিরীন শারমিন চৌধুরী বলেন, কালের কণ্ঠ তার লেখনী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে নিবেদিতভাবে গত ১০ বছর কাজ করেছে।

‌‘আশা করি আগামীতেও পথচলায় বাংলাদেশের মানুষের কথা বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে কালের কণ্ঠ তার ঐতিহ্যকে আগামী দিনেও ধরে রাখবে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর