দুই ভায়রার ‘যুদ্ধে’ মুশফিকের জয়

জয় পেল মুশফিকুর রহিম

দুই ভায়রার ‘যুদ্ধে’ মুশফিকের জয়

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দুই ভায়রার যু্দ্ধে অবশেষে জয় পেল মুশফিকুর রহিম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম ম্যাচে চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটান্সের খেলা টাই (সমতা) হয়। ফলে সুপার ওভারে গড়ায় ম্যাচটি।

সুপার ওভারে আগে ব্যাটিং করে ১ উইকেটে ১১ রান তুলেছে চিটাগং।

ক্যামেরন ডেলপোর্ট ও ফ্রাইলিংক নেমেছিলেন ব্যাটিংয়ে। প্রথম তিন বলে ৯ রান তোলার পর ফ্রাইলিংক জুনায়েদ খানের বলে আউট হওয়ার পর নেমেছেন মুশফিক। খুলনা এই রান তাড়া করতে পারেনি। ব্যাটিংয়ে নেমেছিলেন কার্লোস ব্রাফেট ও ডেভিড মালান।

ফ্রাইলিংকের করা এক ওভারের প্রথম ৩ বলে এক চারসহ ৭ রান নেন ব্রাফেট ও মালান। শেষ ৩ বলে দরকার ছিল ৫ রান। চতুর্থ বলে রান আউট হন ব্রাফেট। পঞ্চম বলে ২ রান নেন মালান ও পল স্টার্লিং। অর্থাৎ শেষ বলে দরকার ৩ রান। মাঠে দুই দলের খেলোয়াড়েরাই তখন স্নায়ুচাপে পিষ্ট। কিন্তু শেষ বলে মালান ও স্টার্লিং মাত্র ১ রান নিতে পারায় হারের ব্যথায় চুপসে যেতে হয়েছে খুলনাকে।

এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথমে ব্যাট করে খুলনা নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে।

১৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চিটাগং ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান করে। যার ফলে ম্যাচ গড়ালো সুপার ওভারে।

(নিউজ টোয়েন্টিফোর/বেলাল/তৌহিদ)

সম্পর্কিত খবর