'পোশাক শ্রমিকদের আন্দোলনকে ঘিরে নাশকতার চেষ্টা করলে ব্যবস্থা'

ছবি সংগৃহীত

'পোশাক শ্রমিকদের আন্দোলনকে ঘিরে নাশকতার চেষ্টা করলে ব্যবস্থা'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছে, পোশাক শ্রমিকদের আন্দোলনকে ঘিরে নাশকতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।  

তিনি বলেন, গত কয়েকদিন থেকে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি কাঠামোর বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে চলা শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে কোনও স্বার্থান্বেষী মহলকে নাশকতার সুযোগ দেয়া হবে না।

শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আছাদুজ্জামান মিয়া বলেন, পোশাকশ্রমিকদের আন্দোলনের নামে কেউ যদি ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলের চেষ্টা করে তাদের আইনের আওতায় আনা হবে।

কমিশনার বলেন, শ্রমিকদের আন্দোলনের পেছনে কেউ উস্কানি দিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে কি না সেটা খতিয়ে দেখতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেয়া হয়েছে।


NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর