'আ' লীগের নেতাকর্মীরা অনেক কষ্টে অনেককে সহ্য করছে'

'আ' লীগের নেতাকর্মীরা অনেক কষ্টে অনেককে সহ্য করছে'

আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম

মহাজোটের শরীক দলের প্রার্থীরা নৌকা নিয়েও জামানত হারাবে। জোট বা মহাজোটের শরীকদের এমন কথা বলা উচিত না, যার কারণে আগামী নির্বাচনে তাদের আওয়ামী লীগের ভোটারদের মুখোমুখি হতে অসুবিধা হয়।

অন্য সবাই না জানলেও উনারা জানেন উনাদের পুঁজি কি?

জনাব হাসানুল হক ইনু সাহেব যে কয়টা নাম বলেছেন তার মধ্যে এরশাদ সাহেবকে বাদ দিলে বাকিদের সম্মিলিত ভোট ০.৫% এর বেশি না। আর ২০০৮ এর নির্বাচনে জাতীয় পার্টি ৩% ভোট পেলেও এবার তা ১.১/২% এর বেশি হবে না বলেই আমার বিশ্বাস।

 

আওয়ামী লীগের ক্ষমতায় আসা বা না আসার পিছনে বিগত দুই নির্বাচনে অন্য কারো ভোট তেমন কাজে আসেনি বলেই নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়। তাই ইনু সাহেবের ৮০:২০ তত্ত্ব অন্তসারশূন্য বলেই প্রতীয়মান হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক কষ্টে অনেককে সহ্য করেছে এবং করছে নেত্রীর সিদ্ধান্তের কারণে। বিগত ৯ বছর মহাজোটের এমপিদের এলাকায় আওয়ামী লীগের কর্মীদের বিরোধীদলের মতো দিন কাটাতে হয়েছে এবং এখনো হচ্ছে।

কিন্তু লাগামছাড়া বক্তব্যের কারণে অওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটকেন্দ্র এবং নির্বাচন বিমুখ হলে মহাজোটের শরীক দলের প্রার্থীরা নৌকা নিয়েও জামানত হারাবে বলে আমার বিশ্বাস।

(আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)

সম্পর্কিত খবর