সিগারেটের আগুনে পুড়ল সাড়ে ৩ হাজার বই!

সিগারেটের আগুন পুড়ল বই

সিগারেটের আগুনে পুড়ল সাড়ে ৩ হাজার বই!

বগুড়া প্রতিনিধি

বগুড়া শহরের মধ্যে অবস্থিত জিলা স্কুলের গুদাম ঘরে রক্ষিত বইয়ে আগুন লেগে সাড়ে তিন হাজার বই পুড়ে নষ্ট হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছে, সিগারেটের আগুন থেকে বইগুলো পুড়েছে।

বগুড়া জিলা স্কুল ও জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, রোববার সন্ধ্যার দিকে হঠাৎ করেই জিলা স্কুলের বইয়ের গুদামে আগুনের সূত্রপাত হয়। ওই আগুনে গুদামে রাখা অষ্টম ও নবম শ্রেণির প্রায় ৩ হাজার বই পুড়ে যায়।

সেগুলো ছিল ২০১৮ সালের পাঠ্যবই। বইগুলোতে ভুল থাকায় গত বছর তা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়নি। সেগুলো রেখে দিয়ে নতুন করে সংশোধিত বই বিতরণ করা হয় শিক্ষার্থীদের মাঝে। জেলা শিক্ষা অফিসের নিজস্ব গুদাম না থাকায় ভুল করে ছাপা বইগুলো জিলা স্কুলের গুদাম ঘরে সংরক্ষিত ছিল।

বগুড়া জেলা শিক্ষা অফিসার গোপাল চন্দ্র জানান, জিলা স্কুলের ওই গুদামে প্রায় ৩ হাজার ৫০০ বই ছিল। মাদ্রাসা শিক্ষা বোর্ডের বইগুলোতে  রোববার সন্ধ্যায় হঠাৎ করে আগুন লাগার সংবাদ আসে। বিষয়টি জানার পর বগুড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। কেন আগুন লাগল সে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

বগুড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মতিন জানান, বইগুলো যে কক্ষে রাখা ছিল সেই কক্ষের কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ওই কক্ষের পেছনের জানালা খোলা পাওয়া গেছে। বইগুলোর নিরাপত্তায় কোনো ব্যবস্থা না থাকায় সড়কের পাশের ঘরটির খোলা জানালা দিয়ে কেউ সিগারেটের আগুন ফেলেছে। এ কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

তিনি জানান, আগুন নেভাতে পানি ব্যবহার করার কারণে গুদাম ঘরে রাখা সব বই-ই নষ্ট হয়ে গেছে।

(নিউজ টোয়েন্টিফোর/রউফ/তৌহিদ)

সম্পর্কিত খবর