চীন সীমান্তে হচ্ছে ভারতের ৪৪ সড়ক

ভারতের একটি সীমান্ত সড়ক

চীন সীমান্তে হচ্ছে ভারতের ৪৪ সড়ক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বেইজিংয়ের হুমকি মোকাবেলায় চীন সীমান্তে ৪৪টি কৌশলগত গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ করবে ভারত। ভারতের কেন্দ্রীয় গণ পূর্ত বিভাগের (সিপিডব্লিউডি) ২০১৮-১৯ সালের বাৎসরিক প্রতিবেদনে থেকে এ তথ্য জানা গেছে।

ভারতের অরুণাচল প্রদেশে, সিকিম, জম্মু এবং কাশ্মীর, উত্তরখণ্ড এবং হিমাচল প্রদেশে এ সব সড়ক নির্মাণ করা হবে।

সড়ক নির্মাণ খাতে ২১ হাজার কোটি রুপির বেশি বিনিয়োগ করবে নয়াদিল্লি।

এরই মধ্যে সড়ক নির্মাণ প্রকল্পের বিস্তারিত প্রতিবেদন ভারতীয় মন্ত্রি পরিষদের কাছে পেশ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কমিটি অনুমোদনের আগে প্রকল্প-প্রতিবেদন খতিয়ে দেখবে।

সড়ক নির্মাণের দায়িত্ব ভারতের সীমান্ত সড়ক নির্মাণ সংস্থায় (বিআরও) এবং (সিপিডব্লিউডি) ন্যস্ত করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।  

এদিকে, সিপিডব্লিউডি বর্তমানে চীন-ভারত অভিন্ন সীমান্তে ৭৩টি কৌশলগত সড়ক নির্মাণ করছে।

এর মধ্যে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণাধীন বিআরও নির্মাণ করছে ৬১টি সড়ক।
 
(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর