কেনিয়ার হোটেরে জঙ্গি হামলায় নিহত ১১

বন্দুকধারীদের গুলি

কেনিয়ার হোটেরে জঙ্গি হামলায় নিহত ১১

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি বিলাসবহুল হোটেলে জঙ্গিরা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে।  

বিবিসির এক প্রতিবেদনে বলা এ খবর প্রচার করা হয়।

এতে বলা হয়েছে, ওয়েস্টল্যান্ডস জেলার একটি ভবন থেকে গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ওই ভবনটি দুসিটডি২ হোটেল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।

সোমালিয়াভিত্তিক জঙ্গি গোষ্ঠী আল শাবাব ওই হামলার দায় স্বীকার করে নিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সব ভবনই সুরক্ষিত রয়েছে। কিন্তু তার পরেও গোলাগুলির শব্দ শোনা গেছে।

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিক।

স্থানীয় এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। বন্দুকধারীরা হোটেলের লবিতে ঢোকার আগে কার পার্কিংয়ে রাখা গাড়িতে হামলা চালায়। এক হামলাকারী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়।

খবরে জানানো হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা হোটেল প্রাঙ্গণে প্রবেশ করে সেখানে থাকা লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)