নদী থেকে কলেজ শিক্ষকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

নদী থেকে কলেজ শিক্ষকের লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট উপজেলার জগদল আদিবাসী স্কুল ও কলেজের বাংলা বিভাগের প্রভাষক জামাল উদ্দিনের (৪৫) ভাসমান লাশ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ঘুকসী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার সাহাপুর গ্রামের মৃতঃ কায়েম উদ্দিনের ছেলে।

ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার দুপুরে ঘুকসী নদীর পাড়ে বনবিভাগের বাগানে পাতা ঝাড়– দেওয়ার সময় স্থানীয়রা একটি লাশ নদীতে ভাসমান দেখতে পেলে থানায় খবর দেন।

পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে হাত-পায়ের সাথে রশি দিয়ে বাধানো অবস্থায় লাশটি উদ্ধার করে। তিনি জগদল আদিবাসী স্কুল ও কলেজের বিএম শাখার বাংলা প্রভাষক।  

কলেজ শিক্ষক ও পরিবারের লোকজনরা জানান, তিনি ইতিপূর্বেও এ রকম গুম হয়েছিলেন এবং বিহারীনগর ব্রিজের বাইপাস নদী থেকে তাকে অর্ধঃমৃত অবস্থায় উদ্ধার করা হয়।  

মৃতের বড় ভাই ওয়াদুদ জানান, তার ভাই কলেজ শিক্ষক জামাল উদ্দিনের অর্ধকোটি টাকার অধিক পরিমান ঋন রয়েছে এবং সম্প্রতি ৪/৫ দিন পূর্বে তিনি আবারও নিখোঁজ হন।

নিখোঁজের কয়েকদিন পর আজ ঘুকসী নদী থেকে প্রভাষক জামাল উদ্দিনের লাশ উদ্ধারে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  

ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম আরও জানান, ঘটনার পর পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত মাহবুব আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশটির ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে আর থানায় মামলা দায়েরের প্রস্তুত চলছে।  


NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর